প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় গণধর্ষণের শিকার হলেন তরুণী। তাঁকে রাস্তা থেকে তুলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবক ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে। মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে এ নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি মুত্তাকিনুর রহমান বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। যথোপযুক্ত পদক্ষেপ করা হয়েছে। তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’’
নির্যাতিতা জানিয়েছেন, ধর্ষকদের মধ্যে পূর্বপরিচিত এক যুবক ছিলেন। কয়েক বছর ধরে ওই যুবক তাঁকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু কখনওই তরুণী প্রেমের প্রস্তাবে সাড়া দেননি। তরুণীর অভিযোগ, গত ৭ ডিসেম্বর জিম থেকে বাড়ি ফেরার পথে তাঁকে একটি পরিত্যক্ত বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে কয়েক জন।
দফায় দফায় ধর্ষণের পর তরুণীকে সেখানে ফেলে রেখে চলে যায় তারা। পরে তরুণীই কোনও ক্রমে সেখান থেকে নিজের বাড়িতে ফেরেন। শুধু তা-ই নয়, ওই ঘটনার পর থেকে তরুণীর পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হয়েছে, যার জেরে তরুণী মানসিক অবসাদগ্রস্তও হয়ে পড়েছিলেন। অবশেষে তিনি বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন।