ঘরে বসেই হয়ে যেতে পারেন লক্ষ টাকার মালিক। আপনার অজান্তেই হয়তো আপনার কাছে টাকা বা কয়েন রয়েছে, যা আপনার জীবন বদলে দিতে পারে। এমনিতেও করোনার পর থেকে অনেকেই দারিদ্রতার সাথে জীবন কাটাচ্ছেন। তাদের জন্য এই পুরনো কয়েন বিক্রি করা এক সুবর্ণ সুযোগ।
আপনার বাড়িতে যদি ব্রিটিশ আমলের পুরনো কয়েন থেকে থাকে, তাহলে কোনদিন তা ফেলে দেওয়ার চিন্তাও করবেন না। পুরনো ওই সমস্ত কয়েন একঝলকে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। কি করে পুরনো কয়েন বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি একটি খবর সামনে এসেছে যে ২ টাকার একটি কয়েন বিক্রি করে আপনি অনেক টাকা উপার্জন করতে পারেন। এই ২ টাকার কয়েন যদি আপনার কাছে থাকে তাহলে আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারেন। কিন্তু কি এমন বিশেষত্ব রয়েছে ওই পুরনো ২ টাকার কয়েনে? আপনাদের জানিয়ে রাখি এই ২ টাকার কয়েন খুবই স্পেশাল। এই মুদ্রার গায়ে লেখা রয়েছে ১৯৯৪। আর এর পিছনে আছে ভারতীয় পতাকা। যদি আপনার কাছে ২ টাকার এই ধরনের কয়েন থাকে, তাহলে আপনি সেগুলি অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করে ৫ লক্ষ টাকা উপার্জন করতে পারেন। এছাড়া ব্রিটিশ আমলের রানী ভিক্টোরিয়ার একটি ১ টাকার কয়েনের চাহিদা বিশাল। এই রুপোর কয়েনটি এর দাম ২ লাখ টাকা। আর ১৯১৮ সালের ১ টাকার কয়েন বিক্রি হচ্ছে ৯ লাখ টাকায়।
এই পুরনো কয়েন বিক্রির প্রক্রিয়া খুবই সোজা। নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করলেই খুব সহজেই বিক্রি করতে পারবেন পুরোনো নোট।
১) প্রথমে আপনি Quikr জাতীয় যেকোনো নোট বা কয়েন বিক্রির পোর্টালে যান
২) সেখানে একজন বিক্রেতা হিসাবে নিজেকে নিবন্ধন করুন
৩) সেখানে আপনার মোবাইল নম্বর এবং ই-মেইল নিবন্ধন করুন
৪) সেখানে আপনার কয়েনের ছবি আপলোড করুন
৫) এখন আপনার বিজ্ঞাপন প্রদর্শিত হবে। এবার যে কেউ আপনার স্পেশাল কয়েন কিনতে চান, তিনি আপনার সাথে যোগাযোগ করবেন।