শহরে শীতের মরসুম। এই আবেশে ভালবাসার উষ্ণ ছোঁয়া উষ্ণতার পারদ বেশ খানিকটা বাড়িয়ে দেয় বই কি! স্বামী-স্ত্রীদের ক্ষেত্রে সেই সমস্যা বিশেষ না হলেও, প্রেমিক-প্রেমিকাদের একান্তযাপনের জন্য নিরালার বেশ সঙ্কট। শীতের সন্ধ্যায় রোমান্টিক পরিবেশে ডেটিংইয়ের জন্য তিলোত্তমার বুকে রয়েছে বেশ কিছু রেস্তোরাঁ। সেখানে কাছের মানুষের সঙ্গে নিবিড়ে-নিভৃতে সময় কাটতে কোনও বাধা নেই। উলটে সেখানের পরিবেশ ভালবাসার আগুনে ঘৃতাহুতিই করবে। দেখে নিন সেই স্থানগুলি-

দ্য ওরিয়েন্ট- প্রেমে উষ্ণতার পরশ পেতে এই রেস্তোরাঁর এক অমোঘ আকর্ষণ রয়েছে। সুস্বাদু খাঁটি প্যান এশিয়ান ওরিয়েন্টাল খাবার সার্ভ করেন এঁরা। কর সমেত এখানে দুজনের খাবারের খরচ ১৮০০ টাকা।

ক্লাউড সোশ্যাল- এঁদের রুফটপে ভিন্ন স্বাদের চোখ ধাঁধানো সুসজ্জিত বসার আয়োজন রয়েছে। খোলা আকাশের নীচে রুচিসম্মত সুসজ্জিত কাঠের ডেকর সহজেই নজর কাড়ে। রয়েছে গ্যালভানাইজড ফাইবারের তৈরি গাজেবো। এঁরা মূলত ইন্ডিয়ান ভেজ, ওরিয়েন্টাল, লেবানিজ এবং ওয়ার্ল্ড কুইজিন পরিবেশন করেন। কর সমেত দুজনের খরচ ১৮০০ টাকা।

ওশান গ্রিল- এই রেস্তোরাঁর অপূর্ব রোম্যান্টিক পরিবেশ আপনাকে স্পর্শ করবেই। মাল্টিক্যুইজিন খাবার পরিবেশন করা হলেও এঁদের ইউ এস পি হল কন্টিনেন্টাল আর সি-ফুড ডিশ, যা এক কথায় লা-জবাব। এখানে ১০০ জনের বসে খাওয়ার বন্দোবস্ত রয়েছে। দুজনের কমপক্ষে খরচ কর ছাড়া ১৫০০ টাকা।

এশিয়া এশিয়া এশিয়া- সাড়ে তিন হাজার স্কোয়্যার ফুটের ১১১ টি আসনবেষ্টিত এই রেস্তোরাঁর অন্দরসজ্জায় মুগ্ধ হতে হয়। লাইটিং থেকে শুরু করে গ্রাফিত্তি, মিউরাল সব মিলিয়ে এতটাই কালারফুল যার মধ্যে এশিয়ার বিভিন্ন রাস্তার প্রভাব রয়েছে। এখানে ভেজ- ননভেজ মাল্টিক্যুইজিন খাবার সার্ভ করা হয়। দুজনের কমপক্ষে খরচ পড়বে কর ছাড়া ১২০০ টাকা।

বুনাফিল- প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেনের ‘ভালোবাসা’র বাড়িতে রয়েছে এই রেস্তোরাঁ। যার প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে ভালোবাসার পরশ । ১১০০ স্কোয়্যার ফুট জায়গা জুড়ে ইনডোর এবং আউটডোরে রয়েছে বসার সুবন্দোবস্ত। ভিনটেজ লুকের অপূর্ব রোম্যান্টিক এই রেস্তোরাঁয় মাল্টিক্যুইজিন ভেজ ও ননভেজ খাবার পরিবেশন করা হয়। ব্রেকফাস্টের ব্যবস্থাও রয়েছে। দুজনের খরচ কমপক্ষে কর সমেত ১০০০ টাকা।

লা আর্টিসান- এঁদের রুচিশীল ইনডোর আউটডোর অন্দরসজ্জা রেস্তোরাঁয় বাড়তি সৌন্দর্য যোগ করে। মূলত এরা গ্লোবাল ক্যুইজিন সার্ভ করে থাকে। দুজনের কমপক্ষে খরচ পড়বে কর সমেত ১০০০ টাকা।

নারুমেগ- রুফটপে খোলা আকাশের নীচে বাইসাইকেল থিমে সুসজ্জিত এই রেস্তোরাঁয় ২৫ জনের বসার আয়োজন রয়েছে। ভেজ- ননভেজ মাল্টিক্যুইজিন খাবারের ব্যবস্থা রয়েছে, যা স্বাস্থ্যকর আর সুস্বাদুও । দুজনের খরচ কর সমেত মাত্র ৮০০ টাকা।

অফবিট সিসিইড- অস্ত যাওয়া সূর্যকিরণকে সাক্ষী রেখে ভালোবাসার মানুষের হাতে হাত রাখতে এঁদের রুফটপ এক কথায় আদর্শ। শহরে আর কোনও জায়গা থেকে এত নিবিড়ভাবে সূর্যাস্ত দেখা যায় কী না জানা নেই। তাঁর সঙ্গে রয়েছে জিভে জল আনা মাল্টিক্যুইজিনের স্বাদ। ডেটিংকে আরও উপভোগ্য করে তুলতে প্রতি মঙ্গলবার এবং বছরের বিশেষ দিনে লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে। দুজনের খরচ পড়বে কর ছাড়া কমপক্ষে ৬০০ টাকা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here