অ্যালোভেরা শরীর ও ত্বকের জন্য খুব উপকারি। সবার বাড়িতে যে অ্যালোভেরা গাছ থাকে, তা তো নয়। তাই বর্তমান সময়ে অ্যালোভেরার ক্রিম কিংবা অ্যালোভেরার জেল সকলে বাজার থেকে কিনে আনেন।

যদি আপনি কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে না চান, তাহলে ঘরোয়া পদ্ধতিতে এই উপায়ে অ্যালোভেরা জেল তৈরি করতে পারেন। অ্যালোভেরার জেল ত্বকে মাখা কিন্তু খুব ভাল। কীভাবে অ্যালোভেরা জেল তৈরি করবেন। আর এই অ্যালোভেরা জেলের উপকারিতা সম্পর্কে জেনে নিন।

অ্যালোভেরা জেল তৈরি করতে কী কী লাগবে

অ্যালোভেরা জেল তৈরি করতে লাগবে অ্যালোভেরার বড় পাতা, ভিটামিন ই তেল, আর সুগন্ধের জন্য সুগন্ধযুক্ত যেকোনও তেলো দিতে পারেন।

কীভাবে বানাবেন

প্রথমে গাছ থেকে বড় অ্যালোভেরা পাতা কেটে নিন। তারপরে অ্যালোভেরার পাতাগুলোকে মাঝখান থেকে কেটে তার ভেতর থেকে জেল বার করে নিন। এরপর একটি মিক্সিতে জেল দিয়ে ভাল করে ব্লেন্ড করে ঘন করে নিন। তারপর তাতে ভিটামিন ই তেল ও চা গাছের যে তেল সেটি দিতে পারেন আবার সুগন্ধযুক্ত যদি কোনও তেল থাকে তাও দিতে পারেন।

তারপর আরেকবার সবগুলি ভালভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে একটি এয়ার টাইট কাঁচের পাত্রে এই জেলটিকে ফ্রিজে রেখে দিন। অন্তত আপনি এক রাত্রি রাখুন। এই ভাবে এটা কিন্তু জেলটা বেশ ঘন হবে। তারপর এই জেল আপনি ত্বকে, মুখে মাখতে পারেন। তবে এটি ঠান্ডা জায়গাতেই রাখা বেশি ভাল। এটি ত্বকের জন্য খুব ভাল। যতদিন আপনি ফ্রিজে রাখবেন ততদিন কিন্তু জেলটি ভাল থাকবে। যদি আপনি ত্বকের আরও উন্নতি করতে চান, তাহলে এই অ্যালোভেরা জেলের সঙ্গে আরেকটি ভিটামিন সি ক্যাপসুলও ভাল করে মিশিয়ে রাখতে পারেন। তাহলে কিন্তু এই জেল টি মোটামুটি দু থেকে তিন মাস ভাল থাকবে।

জেনে নিন অ্যালোভেরা জেলের উপকারিতা

যদি আপনার রোদে ত্বক পুড়ে যায় কিংবা গা, হাত, পা পুড়ে কোথাও কালো দাগ হয়ে যায় সেখানে কিন্তু অ্যালোভেরা জেল মাখতে পারেন। কোথাও কেটে যায় বা কোনও অংশ রান্না করতে গিয়ে যদি পুড়ে যায়, তাহলেও অ্যালোভেরা জেল কিন্তু খুব ভাল কাজ করে। আবার যদি আপনার ত্বকে জ্বালা জ্বালা ভাব থাকে কিংবা ছোট ফুসকুড়ি থাকে তাহলেও কিন্তু অ্যালোভেরা জেল খুব ভাল কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here