মহাকুম্ভে মৌনি অমাবস্যার দিন স্নান করতে গিয়ে ভয়াবহ বিপর্যয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। গুরুতর জখম প্রায় ৬০ জন। তারপর থেকেই মহাকুম্ভের নানা ব্যবস্থাপনা নিয়ে হাজারো প্রশ্নের উঠতে শুরু করেছে। তাই এবার পুরো পরিকল্পনাই বদলে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নতুন কী কী পরিকল্পনা করা হল সেগুলো জেনে নিন।

১) আগত পুণ্যার্থীরা যাতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনরকম বাধার মুখোমুখি না হন, তার ব্যবস্থা করতে হবে। কোথাও অযথা ভিড় বা জমায়েত যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি রাস্তাতেও যাতে যানজট না হয়, সেটা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

২) যোগী আদিত্যনাথের কথায়, ভিড় সামাল দেওয়ার জন্য বর্ডার পয়েন্টগুলিতে হোল্ডিং এরিয়া তৈরির দরকার। এমনকি পূণ্যস্নান করে ফেরার পথে যাতে কোনো রকম বাধার সম্মুখীন হতে না হয় সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে।

৩) রাস্তার ধারে যারা দোকান বসিয়েছেন, তাদের ফাঁকা জায়গায় স্থানান্তরিত করতে নির্দেশ দিয়েছেন তিনি।

৪) পুলিশ অফিসারদের পেট্রোলিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই অযোধ্যা-প্রয়াগরাজ, কানপুর-প্রয়াগরাজ, ফতেহপুর-প্রয়াগরাজ, লখনউ-প্রতাপগড়-প্রয়াগরাজ ও বারাণসী-প্রয়াগরাজের মতো গুরুত্বপূর্ণ রুট বন্ধ না হয়।

৫) খাবার ও জলের যথাযথ ব্যবস্থা রাখতে হবে।

৬) থাকবে না কোনও ভেহিকল জোন।

৭) বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস।

৮) আগে পুণ্যার্থীরা যাতায়াত করার জন্য কচ্ছপ দ্বার ব্যবহার করছিল। এবার মেলায় প্রবেশ এবং বেরোনোর জন্য আলাদা ওয়ান ওয়ে রাস্তা তৈরি করা হল।

৯) শহরে যানজট নিয়ন্ত্রণ করার জন্যই ইতিমধ্যে প্রয়াগরাজে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অন্য জেলার গাড়ি।

১০) রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কুম্ভ মেলা প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি প্রয়াগরাজে পুণ্যার্থীদের যাতায়াতের জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here