ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন ঋদ্ধিমান সাহা। ভাইফোঁটার রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাংলার অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার। রবিবার তিনি জানিয়ে দেন, রঞ্জি ট্রফির এই মরসুমটাই তাঁর শেষ টুর্নামেন্ট। এরপর গ্লাভসজোড়া তুলে রাখবেন ‘সুপারম্যান’।

বাংলা কিংবা ভারতীয় দল, উইকেটের পিছনে দাঁড়িয়ে আবার কখনও ব্যাট হাতে ক্রিজে দাঁড়িয়ে একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন ঋদ্ধি। সেই ছেলেই এবার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন! ঋদ্ধি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সেখানে লিখেছেন, ‘ক্রিকেটে দারুণ একটা সফরের পর জানাই যে, এই মরসুমটাই আমার শেষ। শেষবারের মতো বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত। অবসরের আগে শুধু রঞ্জি ট্রফি খেলব। এই অবিশ্বাস্য পথ চলায় যাঁরা আমার সঙ্গী হয়েছিল, প্রত্যেককে ধন্যবাদ। সকলের সমর্থন আমার কাছে অপরিসীম গুরুত্বের। এই শেষ মরসুমটা স্মরণীয় করে রাখতে চাই।’ দেশের হয়ে ৪০টি টেস্ট ম্যাচ খেলেছেন ঋদ্ধিমান। ৫৬ ইনিংসে করেছেন ১৩৫৩ রান। টেস্টে তিনটি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। সঙ্গে ৯২টি ক্যাচ ও ১২টি স্টাম্পিং করেছেন। ভারতীয় দলের হয়ে ৯টি ওয়ান ডে-ও খেলেছেন ঋদ্ধি। সঙ্গে ১৭টি ক্যাচ ও ১টি স্টাম্পিং। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৮ ম্যাচে ৭০১৩ রান রয়েছে তাঁর ঝুলিতে। সেই সঙ্গে ১৪টি সেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ২০৩ রানের ইনিংস। সঙ্গে ৩৩৬টি ক্যাচ ও ৩৮টি স্টাম্পিং। লিস্ট এ ক্রিকেটে ১১৬ ম্যাচে ৩০৭২ রান, ৩টি সেঞ্চুরি, ১৩৮টি ক্যাচ, ১৮টি স্টাম্পিং। টি-২০ ক্রিকেটে খেলেছেন ২৫৫ ম্যাচ। প্রায় ১২৮ স্ট্রাইক রেটে ৪৬৫৫ রান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here