কুস্তিতে অমন সেহরাওয়াতের কাছে আবার স্বর্ণপ্রাপ্তির হাতছানি। পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন তিনি। ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন তিনি। আর একটি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত তাঁর। বৃহস্পতিবার রাতেই হবে সেমিফাইনাল।

অমন প্রথম ম্যাচে উত্তর ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির এগোরভকে হারিয়ে দিয়েছিলেন ১০-০ স্কোরে। কোয়ার্টার ফাইনালে অমনের প্রতিপক্ষ ছিলেন আলবেনিয়ার জেলিমখান আবাকারোভ। তিনি গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন। ইউরোপিয়ন চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন আবাকারোভ। তাঁর সঙ্গে লড়াইয়ে নেমে ১২-০ স্কোরে ম্যাচ জিতে নেন অমন।

সেমিফাইনালে অমনকে খেলতে হবে জাপানের রেই হিগুচির বিরুদ্ধে। তাঁরও জয়ের পরিসংখ্যান কিছু কম নেই। ২০২২ সালে ৬১ কেজি বিভাগে সোনা জিতেছিলেন হিগুচি। গত বছর ৫৭ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here