জন্মের পরেই মাকে হারাল সন্তান। শুনে খুব সাধারণ ঘটনা মনে অলেও মোটেই সাধারণ বিষয় নয় এটি। উত্তরপ্রদেশের মিরাটের শাস্ত্রীনগরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সন্তান প্রসবের জন্য বৃহস্পতিবার ক্যাপিটাল হাসপাতালে গিয়েছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। সিজ়ার পদ্ধতিতে রাতেই তাঁর সন্তানের জন্ম হয়। অপারেশনের পর মা এবং সন্তান উভয়েই সুস্থ ছিলেন। প্রসবের পর মাকে জেনারেল ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন নার্সেরা। সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহিলার স্ট্রেচার লিফ্‌টে তোলা হয়। আরও অনেকেই ওই লিফ্‌টে উঠেছিলেন। কিন্তু আচমকা লিফ্‌ট ছিঁড়ে পড়ে যায়। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারদিক। লিফ্‌টের ভিতরে আটকে পড়েন অনেকে। কেউ কেউ নীচ থেকে লিফট খোলার চেষ্টা করেন, কিন্তু সম্ভব হয়নি। বাধ্য হয়ে কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসেন বিশেষজ্ঞেরা। তাঁরা কৌশলে লিফ্‌ট থেকে সকলকে বার করে আনেন।

লিফ্‌টের মধ্যে স্ট্রেচারের উপর শুয়ে থাকা ওই মহিলার মাথায় আঘাত লাগে। চোট গুরুতর ছিল। দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here