বিদ্যার দেবী সরস্বতী। তাই এই পুজো মূলত পড়ুয়াদের জন্য। করোনা পূর্ববর্তী সময়ে সরস্বতী পুজো ছিল প্রতিটি স্কুলের জন্য একেবারে হটকেক। স্কুল পরিষ্কার করা, আল্পনা দেওয়া, বিভিন্ন স্কুলে নিমন্ত্রণ করতে যাওয়া, ঠাকুর আনা, পুজোর পর বেড়াতে বেরোনো কত্ত কি ব্যাপার স্যাপার। সবই তো হল, যে সামগ্রী গুলি ছাড়া সরস্ব তী পুজো অসম্পূর্ণ সেগুলি জানেন তো? না জানলে জেনে নিন।
বিশেষ কিছু উপাদান ছাড়া সরস্বতী পুজো অসম্পূর্ণ। তাই কিছু উপাদান বাগদেবীর আরাধনায় অবশ্যই ব্যবহার করতে হয়। এক তো দেবী সরস্বতীর মূর্তি। দেবীর শুভ্র মূর্তিতে পুজো করা হয়। এছাড়া আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রী হল পলাশ ফুল। এছাড়া ঘট বসাতে লাগে পাঁচ পাতার আম্রপল্লব, বিল্বপত্র, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা, পাঁচ রকমের ধরনের। তার মধ্যে কলা ও নারকেল থাকা আবশ্যক। এছাড়া লাগে কুল, কলস, সুপুরি, পানপাতা, ধুপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম এবং দোয়াত। এই সবের সঙ্গে পুজোয় দরকার হরিতকী, পঞ্চগুঁড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, আবির, অভ্র, বই।
বীনাবাদনরতা দেবী সঙ্গীতেরও ঈশ্বর। তাই সাঙ্গীতিক সামগ্রী যেমন হারমোনিয়াম, তবলা, তানপুরা সহ গানের সঙ্গে যুক্ত যাবতীয় বিষয় দেবীর সামনে রাখতে পারেন।