
সারা বছরই ক্রিকেট নিয়েই মগ্ন থাকেন টালিগঞ্জ অগ্রগামীর অন্যতম পথিকৃৎ মন্টু ঘোষের জামাই টালিগঞ্জ অগ্রগামীর সচিব শুভঙ্কর ঘোষ দস্তিদার। সকলের প্রিয় শঙ্কুদা গ্রাসরুট লেভেল থেকেই ক্রিকেটার তুলে আনতে চান। ক্রিকেট মরশুমের প্রথম দিনই একঝাঁক নতুন ক্রিকেটার ও অভিজ্ঞ ক্রিকেটারদের সই করালেন শুভঙ্কর ঘোষ দস্তিদার।