সদ্য বিবাহিত কন্যাকে অনেকেই কিছু না কিছু উপহার দিয়ে থাকেন। প্রয়োজনের জিনিস হোক বা শখের, কিছু না কিছু আমরা মাঝেমধ্যেই দিয়ে থাকি।

কিন্তু এই উপহার দেওয়ার মাধ্যমেও আপনি বিবাহিতা কন্যার ভাগ্যের উন্নতি ঘটাতে পারবেন। কী ভাবে? এই ক্ষেত্রেও জ্যোতিষশাস্ত্র আপনার কাজে আসবে।

জ্যোতিষশাস্ত্র মতে, বিবাহিতা মেয়েকে বার অনুযায়ী যদি বিশেষ কিছু উপহার দেওয়া যায়, তা হলে তাঁর ভাগ্যে সুখ তো আসবেই, এ ছাড়াও আরও নানা দিকে শুভ পরিবর্তন দেখা যাবে। দেখে নেব বার অনুযায়ী কী জিনিস উপহার দিতে হয়।

রবিবাররবিবার বিবাহিতা মেয়েকে বেদানা এবং মধু দিলে সন্তানপ্রাপ্তি হয় বলে মনে করা হয়।

সোমবারবিবাহিতা মেয়েকে সোমবার চাল এবং দুধের তৈরি মিষ্টি দিন। এর ফলে তাঁর বিবাহিত জীবনে সুখশান্তি ভরে থাকবে।

মঙ্গলবার মঙ্গলবার বিবাহিতা কন্যাকে লাল রঙের পোশাক দিলে তাঁর স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা হয় না।

বুধবারবুধবার বিবাহিতা মেয়েকে সবুজ রঙের চুড়ি এবং পেস্তা দিলে তিনি জীবনে উন্নতি লাভ করবেন। তাঁর যদি দীর্ঘ দিনের অসুখ থাকে, তা থেকেও দ্রুত মুক্তি পেতে পারেন।

বৃহস্পতিবারবিবাহিতা মেয়েকে বৃহস্পতিবার কেশর বা হলুদ রঙের পোশাক এবং সম্ভব হলে যে কোনও সোনার তৈরি ছোট জিনিস উপহার দিন। এতে তাঁর সংসারে শ্রীবৃদ্ধি হয়।

শুক্রবার শুক্রবার দিন বিবাহিতা মেয়েকে রেশমের পোশাক এবং মিছরির দানা দিলে তাঁর দাম্পত্য জীবন সুখের হয়। এর ফলে তাঁর দাম্পত্য জীবনে কোনও অশান্তি প্রবেশ করতে পারে না।

শনিবারশনিবার দিন বিবাহিতা মেয়েকে নারকেল এবং বাদাম দিলে শাশুড়ির সঙ্গে তাঁর সম্পর্ক ভাল থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here