আমরা বেশিরভাগ সময়ই ঘর মোছার জন্য পুরানো কাপড় ব্যবহার করি। এটি কিন্তু মোটেই ঠিক নয়। এতে জীবনে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে।
বাস্তুশাস্ত্র অনুসারে, ছেঁড়া কাপড় দিয়ে কখনও মুছবেন না। কারণ ওই পোশাকেই মানুষের শক্তি থাকে।
পুরানো জামাকাপড়ের ইতিবাচক শক্তি এই ঘর মোছার ফলে নেতিবাচক শক্তিতে রূপান্তরিত হয়। এতে ব্যক্তির অনেক ক্ষতি হয়।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, ছেঁড়া জামাকাপড় দিয়ে ঘর মুছলে ঘরে সুখ ও শান্তি আসার পরিবর্তে ঝগড়া-বিবাদ আসে।
তাই পরা কাপড় গরিব দুঃখীদের দান করে দেওয়াই ভাল। তবে হ্যাঁ, দান করার আগে নোনা জলে ওগুলো ভাল করে ধুয়ে নিন।