শিবের কণ্ঠে রুদ্রাক্ষের মালা ও সাপের পৈতা পরানো হয়। হাতে ডমরু আর ত্রিশূল। নন্দী তাঁর প্রিয় ভক্ত ও বাহন। ক্ষীর ও ভাং প্রিয় ভোগ। ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত এই সমস্ত জিনিসগুলির নিজস্ব অর্থ রয়েছে। যেমন- চাঁদ শীতলতার প্রতীক এবং গঙ্গা জ্ঞানের প্রতীক। ষাঁড়কে (নন্দী) ধর্মের প্রতীক এবং ডমরুকে বিশ্বজগতের প্রতীক মনে করা হয়। কিন্তু আপনি কি জানেন ভগবান শিবের গলায় থাকা সাপের অর্থ কী।

ভগবান শিবের গলায় জড়ানো সাপটির নাম বাসুকি। যিনি শিবের খুব প্রিয় ভক্ত। কথিত আছে যে নাগবংশীরা হিমালয় অর্থাৎ শিবের অঞ্চলে বাস করত। মহাদেব তাদের সকলের প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ ছিলেন। এর প্রমাণ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। যার নাম থেকে বোঝা যায় শিব হলেন সাপের দেবতা এবং তাদের সঙ্গে শিবের অটুট সম্পর্ক রয়েছে।

শেষনাগ (অনন্ত), বাসুকি, তক্ষক, পিংলা ও কর্কোটক নামে সাপের পাঁচটি গোষ্ঠী ছিল। এর মধ্যে শেষনাগকে সাপের প্রথম গোষ্ঠী বলে মনে করা হয়। একইভাবে পরবর্তীকালে বাসুকি হয়েছিলেন যারা পূর্ণ আন্তরিকতার সঙ্গে শিবের পূজা করতেন। ভোলানাথ বাসুকির অপার ভক্তি দেখে খুব খুশি হলেন এবং বাসুকিকে কণ্ঠে ধারণ করার বর দিলেন। শিবের ভক্তি থেকে প্রাপ্ত এই বরের কারণে ভগবান শিবের গলায় একটি সাপকে জড়ানো অবস্থায় দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here