সম্প্রতি প্রয়াত হয়েছেন শিল্পপতি রতন টাটা। তাঁর মতো মানুষ আজকের দিনে দাঁড়িয়ে সত্যিই বিরল। রতন টাটা একসময় বাংলায় শিল্প আনতে চেয়েছিলেন। সিঙ্গুর-নন্দীগ্রামে গড়ে তুলতে চেয়েছিলেন কারখানা। কিন্তু কেন তিনি এত জায়গা থাকতে হঠাৎ সিঙ্গুর নন্দীগ্রামে কারখানা তৈরি করতে চেয়েছিলেন?

এই প্রসঙ্গে সদ্য মুখ খুলেছেণ প্রাক্তন কর্পোরেট জনসংযোগ আধিকারিক নীরা রাডিয়া। তিনি  দীর্ঘদিন ধরে টাটা গোষ্ঠী এবং রতন টাটার সঙ্গে কাজ করেছেন৷ এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে রতন টাটাকে নিয়ে অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছেন নীরা৷

সাক্ষাৎকারেই নীরা জানিয়েছেন, কেন হঠাৎ ১ লক্ষ টাকায় গাড়ি তৈরির কথা ভেবেছিলেন রতন টাটা৷ ন্যানো গাড়ি তৈরির প্রকল্পের জন্য কেন রতন টাটা সিঙ্গুরকে বেছে নিয়েছিলেন, তাও জানিয়েছেন নীরা৷

নীরা জানিয়েছেন,উনি একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন৷ উনি চাইতেন, মোটরসাইকেলে বসে কেউ যাতে বৃষ্টিতে না ভেজেন৷ সাধারণ মানুষের জন্যই কিছু করতে চেয়েছিলেন৷

নীরা আরও বলেন, ন্যানো কারখানা তৈরির জন্য রতন টাটা সিঙ্গুরকে বেছেছিলেন কারণ তিনি চেয়েছিলেন পশ্চিমবঙ্গে শিল্প আসুক এবং কর্মসংস্থান হোক৷ মন থেকে উনি সিঙ্গুরকে ভালবেসে ফেলেছিলেন৷

শেষ পর্যন্ত অবশ্য সিঙ্গুরে ন্যানো কারখানা হয়নি৷ আক্ষেপের সুরে নীরা বলেন. ন্যানো কারখানা হয়ে গেলে কলকাতা থেকে সিঙ্গুর পর্যন্ত রাস্তার দুপাশের চেহারা বদলে যেত৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here