জ্যোতিষশাস্ত্রে বিছানা নিয়ে বিশেষ কিছু মতামত রয়েছে। এমন অনেক কাজ রয়েছে যা বিছানায় বসে করতে নেই। এতে আমাদের জীবনে নেমে আসতে পারে দারিদ্রের ছায়া। এ ছাড়াও এই সব কাজ বিছানায় করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং এর ফলে সংসারের সুখশান্তি নষ্ট হয়।

১) বিছানায় বসে কখনওই কোনও প্রকার খাবার খাওয়া যাবে না। অনেকেই বিছানায় বসে খাবার খেয়ে থাকেন। বিছানায় বসে খাবার খাওয়া মা লক্ষ্মী একেবারেই সহ্য করতে পারেন না।

২) অনেকে বিছানায় বসে খাবার খাওয়ার পর বিছানার নীচেই এঁটো বাসন রেখে ঘুমিয়ে পড়েন। এর ফলে বাস্তুদোষ সৃষ্টি হয়।

৩) অনেকের বাড়িতে যখন আত্মীয়স্বজন বেড়াতে আসেন, তখন তাঁদের বিছানায় বসতে দেওয়া হয়। এই কাজটি করা একেবারেই উচিত নয়।

৪) বিছানার নীচে ঝাঁটা বা জুতো রাখবেন না।

৫) অনেকেই রাতে মাথার কাছে জলের বোতল রেখে ঘুমোন। এর ফলে রাত‌ে জল তেষ্টা পেলে সুবিধা হয়। তবে এই কাজটি করা উচিত নয়। জলের বোতল মাথার থেকে একটু দূরে রেখে তবেই ঘুমোতে যান।

৬) বিছানার উপর কোনও ধারালো জিনিস রাখতে নেই। এর ফলে সম্পর্কে ছেদ আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here