যেকোনও শুভ কাজে বা উপহার দিতে হলে আমরা সবসময়ই টাকার মূল্যের সঙ্গে ১ টাকা যোগ করে দিয়ে থাকি। সাধারণত আমরা কখনও কাউকে ১০০ টাকা, ৫০০ টাকা বা ১০০০ টাকা দিই না। ১০১ টাকা, ৫০১ টাকা বা ১০০১ টাকা দিয়ে থাকি।

কিন্তু কখনও কি ভেবে দেখেছেন উপহারে কেন এক টাকা দেওয়া হয়? এই এক টাকা যোগ করার নেপথ্যে কি আছে কোনও রহস্য? নাকি ঐতিহাসিক কারণ জড়িয়ে রয়েছে?

অনেকের বিশ্বাস, ‘০’ সংখ্যাটি সমাপ্তি ঘোষণা করে। অন্য দিকে ‘১’ সংখ্যা সূচনার প্রতীক। এক টাকার মুদ্রা যোগ করে নিশ্চিত করা হয় যে, এই উপহারের প্রাপক যাতে কখনও শূন্য সংখ্যায় এসে না-দাঁড়ান। হিন্দু ধর্মে এক টাকার বেশ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়। এক টাকার মুদ্রায় স্বয়ং দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন বিশ্বাস করা হয়। তাই বিশ্বাস করা হয়, এক টাকার মুদ্রা যোগ করলে মা লক্ষ্মীর আশীর্বাদপ্রাপ্ত হবেন উপহারপ্রাপক। এ ছাড়া এক টাকার একটি মুদ্রা যে কোনও অঙ্কের টাকার সঙ্গে যোগ করলে সম্পর্ক শক্তিশালী করা হয় বলে মনে করা হয়।শূন্যকে শুভ বলে মনে করা হয় না। তাই এর সঙ্গে এক টাকা যোগ করলে অর্থ শূন্যে শেষ হবে না। অন্য দিকে শূন্যকেও সম্পর্কের অবসানের লক্ষণ হিসাবে দেখা হয়। তাই উপহারের সঙ্গে এক টাকা দেওয়া হয়, যাতে সম্পর্ক সারাজীবন অটুট থাকে।

হাজার হাজার বছর আগে মুদ্রা তৈরি হত সোনা বা রুপো দিয়ে। সোনা বা রুপোকে হিন্দু ধর্মে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। তাই একটি ধাতব মুদ্রা উপহার দেওয়া উৎসবের পবিত্রতা আনে বলে ধরা হয়। অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিনিয়োগের প্রতীক হিসাবেও এক টাকার মুদ্রা দিলে সেই ব্যক্তির জীবনে আর্থিক সমৃদ্ধি আসে বলে মনে করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here