আরজি কর মেডিক্যালে ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত হল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা করা হবে।  রায়দানের পরে কী বললেন সঞ্জয়?

অতিরিক্ত জেলা দায়রা বিচারকের রায় ঘোষণার পর চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সঞ্জয়ের দাবি, ‘আমি কিছু করিনি’।  ফের নিজেকে নির্দোষ বলে দাবি করে দোষী সাব্যস্ত সঞ্জয়। সঞ্জয়ের দাবি,  ধস্তাধস্তির সময় তার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল, তা ছিঁড়ল না কেন ? তাকে ফাঁসানো হয়েছে বলে ফের দাবি করে সঞ্জয়।  বিচারক তখন বলেন, ‘CBI তদন্তে যা পেয়েছি, তাতে মনে হয়েছে আপনিই দোষী, সোমবার আপনার কথা শুনব।’

এদিন ১২ মিনিটের শুনানির পর বিচারক জানান,  ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে নির্যাতন করেন। প্রথমেই চিকিৎসকের গলা টিপে ধরেছিলেন সঞ্জয়। তারপর মুখ চেপে যৌন হেনস্থা করা হয় তাঁকে।

এরপরই সঞ্জয় রায় আগের মতোই ফের দাবি করে, সে এই অপরাধ করেনি। যদি সে ধর্ষণ করে থাকত, তাহলে ধস্তাধস্তির কারণে তার গলায় পরা মালা ছিড়ে যেত। সঞ্জয়ের দাবি, আইপিএস অফিসাররা তাকে যা বলেছে, সে তাই করেছে।  কিন্তু তখনই বিচারক জানান, তাঁর কথা সোমবার শোনা হবে। সোমবারই আদালত জানাবে, এই মামলায় সঞ্জয়ের শাস্তি কী হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here