শনিবার দুপুর ৩টের সময় আরজি কর মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হতে চলেছে কনভেনশন।  সেখানে উপস্থিত হওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। মঞ্চে থাকতে পারেন আরজি করের নির্যাতিতার মা-বাবাও। এর মধ্যেই আবার জুনিয়র ডাক্তারদের অন্য একটি অংশ নতুন সংগঠন গড়ে তুলেছেন শুক্রবার রাতে। সংগঠনটির নাম দেওয়া হয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স’ অ্যাসোসিয়েশন’।

গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বেশ কিছু ক্ষণ আলোচনার পর ১৭ দিনের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। আন্দোলনকারীরা জানান, রাজ্য সরকার বা প্রশাসনের কথায় নয়, নির্যাতিতার মা-বাবার অনুরোধে এবং রাজ্যের মানুষের কথা ভেবে ‘আমরণ অনশন’ এখানেই শেষ হচ্ছে। তবে আন্দোলন থামবে না। সে দিনই জানিয়ে দেওয়া হয় শনিবারের গণকনভেনশনের কথা।

জানা যাচ্ছে, মানবাধিকার কর্মী সুজাত ভদ্রকে গণকনভেনশনে আমন্ত্রণ জানানো হয়েছে। ডাকা হয়েছে শুভমিতা বন্দ্যোপাধ্যায়কে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, চিকিৎসক সুবীর গঙ্গোপাধ্যায়, তথ্য বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, শিক্ষাবিদ সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ও। এ ছাড়াও বেশ কয়েক জন প্রাক্তন পুলিশকর্তা এবং আইনজীবীকে মঞ্চে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

অন্য দিকে, জুনিয়র ডাক্তারদের আর একটি অংশ যে নতুন সংগঠন তৈরি করেছে, তাতে দু’জনকে আহ্বায়ক করা হয়েছে। তাঁরা হলেন চিকিৎসক শ্রীশ চক্রবর্তী এবং প্রণয় মাইতি। সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনের নামে জুনিয়র ডাক্তারদের একটি অংশ স্বাস্থ্যক্ষেত্রে অরাজকতা তৈরি করতে চাইছে। তাই পাল্টা সংগঠন গড়ে সত্যিটা মানুষের কাছে তুলে ধরতে চাইছেন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স’ অ্যাসোসিয়েশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here