মৃত্যুকে অতিক্রম করার ক্ষমতা কারও নেই। জন্মিলে মরিতে হবে এ অমোঘ সত্যের কথা বহুদিন আগেই বলে গিয়েছিলেন মধুকবি। মরতে ভয় পায় না এম্ন মানুষ বিরল। কিন্তু জানেন কি কাদের মৃত্যুভয় বেশি, ঈশ্বরে বিশ্বাসী অর্থাৎ আস্তিকদের নাকি ঈশ্বরে অবিশ্বাসী অর্থাৎ নাস্তিকদের? সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাতে উঠে এসেছে এক অদ্ভুত তথ্য।

১৯৬১ থেকে ২০১৪ সালের মধ্যে প্রকাশিত প্রায় ১০০টি প্রাসঙ্গিক নিবন্ধ থেকে গবেষকরা বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৬,০০০ মানুষ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এই তথ্যগুলিকে একত্র করতেই জানা যায় এক আশ্চর্য সত্য।

গবেষকরা জানাচ্ছেন, মাত্র দু’ ধরনের মানুষই মৃত্যুকে ভয় পান না। এক নাস্তিক আর দুই, ধার্মিক। অতিমাত্রায় ধার্মিক ব্যক্তি আর সম্পূর্ণ নাস্তিক ব্যক্তিরা ডেথ অ্যাংজাইটিতে ভোগেন না। আস্তিকরা ঈশ্বর, পরলোক, ইত্যাদিতে গভীর ভাবে বিশ্বাসী থাকায় মৃত্যুভয়কে অতিক্রম করতে পারেন। আর নাস্তিকরা মৃত্যুভয়কে জয় করেন অবিশ্বাস দিয়ে।

ধার্মিকেরা নাস্তিকদের চাইতে কম মৃত্যুভয় পোষণ করেন- এই প্রাচীন ধারণার বিরোধিতা করছে এই গবেষণা। মৃ্ত্যুভয়কে জয় করতে ধার্মিক হওয়ার প্রয়োজন নেই!- এমন মন্তব্য করেছেন ব্রিটেনের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ জোনাথন জং। নিবন্ধটি প্রকাশিত হয়েছে ‘রিলিজিয়ন, ব্রেন অ্যান্ড বিহেভিয়র’ নামক জার্নালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here