ফেব্রুয়ারি মানেই বাঙালির অন্যতম জনপ্রিয় উত্সtব, সরস্বতী পুজো। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে পালিত হয় দেবী বন্দনা। অধিকাংশ বাড়িতেই এদিন সরস্বতী বন্দনা হয়। এ ছাড়াও, সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও দেবীর আরাধনা হয়।

দেবী মূর্তি বাড়িতে আনার আগে সবসময় সাদা বস্ত্র পরিহিত মা সরস্বতীকে বাড়িতে আনা উচিৎ। মনে করা হয়, ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। দেবী সরস্বতীর তাই শুভ্রমূর্তি সাদা হওয়া চাই।

সাদা হল ভাল গুণের প্রতীক। এটা এই শিক্ষা দেয় যে, প্রত্যেক ছেলে ও মেয়েকে হতে হবে নির্মল চরিত্রের অধিকারী। তাই সরস্বতী পুজোতে দেবীর মূর্তি কিনলে অবশ্যই সাদা রংয়ের কাপড় দেওয়া মূর্তি কিনবেন। তবে শুধু সাদাই নয় বাগদেবীর বিগ্রহে হলুদ শাড়ি দেখা গেলেও সেই বিগ্রহ ঘরে আনতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here