মাঘী অমাবস্যা ‘মৌনী অমাবস্যা’ নামে পরিচিত। ‘মৌনী’ শব্দের অর্থ নীরবতা। এই দিনে মৌন ব্রত পালন এবং স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে।

মৌনী অমাবস্যা তিথিতে নদী বা গঙ্গাতে স্নান ও দান করলে পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয়। এই দিনে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনটি সূর্য দেবতা এবং পূর্বপুরুষদের পুজোর জন্যও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই বছর, ২০২৫ সালে, মৌনী অমাবস্যা ২৯শে জানুয়ারি পালিত হবে।

হিন্দু পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের অমাবস্যা তিথি ২৮শে জানুয়ারি সন্ধ্যা ৭:৩২ মিনিটে শুরু হবে এবং ২৯শে জানুয়ারি সন্ধ্যা ৬:০৫ মিনিটে শেষ হবে।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ঋষি মনু মাঘ মাসের অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণে এই তিথি ‘মৌনী অমাবস্যা’ নামে পরিচিতি লাভ করে। মনে করা হয়, যে ব্যক্তি এই দিনে নীরবতা পালন করে, সে বাকশক্তিতে সাফল্য লাভ করে।

মৌনী অমাবস্যার দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা শুভ বলে মনে করা হয়।

প্রাত্যহিক কাজকর্ম সেরে গঙ্গা নদীতে স্নান করুন। যদি তা সম্ভব না হয়, তাহলে স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন।

স্নানের পর ভগবান বিষ্ণুর ধ্যান করুন এবং ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন।

জগতের পালনকর্তা বিষ্ণুর আরাধনা করে ১০৮ বার তুলসী প্রদক্ষিণ করুন।

নিজের সামর্থ্য অনুযায়ী গরীবদের অন্ন, অর্থ বা বস্ত্র দান করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here