
১ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে আগামী ৩১ জানুয়ারি সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। এ বারের বাজেট অধিবেশন হবে দুই পর্বে। ৩১ জানুয়ারি সংসদের উচ্চ ও নিম্নকক্ষে বাজেট ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথম ধাপে বাজেট অধিবেশন চলবে ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় ধাপে বাজেট অধিবেশন শুরু হচ্ছে ১০ মার্চ থেকে। চলবে ৪ এপ্রিল পর্যন্ত।
মঙ্গলবার সংসদের পক্ষ থেকে এই মর্মে একটি বুলেটিন ইস্যু করা হয়েছে। ৩ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জানাতে বক্তব্য রাখতে পারবেন সাংসদরা। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, বাজেট অধিবেশন শুরুর আগে ৩০ জানুয়ারি হবে সর্বদল বৈঠক। ওই বৈঠকে অধিবেশন সুষ্ঠু ভাবে চালানোর জন্য শান্তি বজায় রাখতে বিরোধী সাংসদদের অনুরোধ জানানো হবে।
গত ২৩ জানুয়ারি বাজেট অধিবেশনের আগে প্রতি বছরের মতো এ বারও অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী হালুয়া উৎসব। যেখানে নিজের হাতে হালুয়া রেঁধে পরিবেশন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করতে চলেছেন তিনি।