স্বামীর দীর্ঘায়ু কামনায় করবা চৌথের নির্জলা উপবাস করেন বিবাহিত মহিলারা। তারপর সন্ধ্যায় চাঁদ উঠলে চন্দ্রদেবের মুখদর্শন করে উপবাস ভঙ্গ করেন। করবা চৌথ ব্রতে চন্দ্রোদয়ের বিশেষ গুরুত্ব রয়েছে।

অনেকে করবা চৌথের উপবাসকে করক চতুর্থী হিসাবেও পালন করেন। এ’বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীর দিন অর্থাৎ ২০ অক্টোবর রবিবার করবা চৌথ পালিত হবে। এই তিথিতে স্বামীর দীর্ঘায়ু কামনা করেই করবা চৌথে নির্জলা উপবাস রাখেন বিবাহিত মহিলারা। তারপর ষোড়শ শৃঙ্গারে সেজে চন্দ্রদেবের বিশেষ পুজো করেন। মহাদেব, দেবী পার্বতী এবং কার্তিক-গণেশের পুজো করে নিজের মনস্কামনা জানান। শেষে চালুনি দিয়ে চাঁদের মুখ দেখে তারপর স্বামীর মুখ দেখে জল খেয়ে উপবাস ভঙ্গ করে।”

রবিবার অর্থাৎ ২০ অক্টোবর সকাল ৬.৪৬ মিনিট থেকে কৃষ্ণপক্ষের চতুর্থী শুরু হচ্ছে। চলবে ২১ অক্টোবর অর্থাৎ সোমবার ভোর ৪.১৬ মিনিট পর্যন্ত। মিথিলা পঞ্চাঙ্গ অনুযায়ী, সন্ধ্যা ৭.৫৪ মিনিটে চন্দ্রোদয় হবে পূর্ণিয়ায়। বিবাহিত মহিলারা ৭.৫৪ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চন্দ্রদেবের পুজো করতে পারবেন। এটাই পুজোর সবচেয়ে শুভ মুহূর্ত। তবে সারা দেশে রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত চাঁদ দেখা যাবে বলে জানানো হয়েছে। সেই অনুযায়ী চন্দ্রদেবের পুজো করতে হবে বিবাহিত মহিলাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here