বাঙালির মনে বিজয়া থেকেই শুরু হয়ে যায় পরের বছর বোধনের জন্য দিন গোনা। ২০২৪ সালে শারদোৎসব শেষ হয়েছিল ১২ ওক্টোবর। এ’বছর কবে? চলুন জেনে নেওয়া যাক এ’বছর অর্থাৎ ২০২৫ সালের দুর্গাপুজো কবে শুরু হচ্ছে।

দুর্গাপুজোর নির্ঘণ্ট ২০২৫

মহাষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর, রবিবার

মহাসপ্তমী: ২৯ সেপ্টেম্বর, সোমবার

মহাষ্টমী: ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার

মহানবমী: ১ অক্টোবর, বুধবার

বিজয়া দশমী: ২ অক্টোবর, বৃহস্পতিবার

দেবীর আগমন হবে গজ বা হাতিতে। শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ-শান্তি-সমৃদ্ধিতে। পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা। পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটা বর্ষণ।

বিজয়া দশমী এই বছর পালিত হবে বৃহস্পতিবার, দেবীর গমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্রমতে, দুর্গা যদি পালকিতে করে যান, তাহলে ফল মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু। যাতে বিপুল প্রাণহানি অনিবার্য।

২০২৫-এ কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর সোমবার। কালীপুজো ও দীপাবলি পালিত হবে ২০ অক্টোবর সোমবার। ২৩ অক্টোবর পালিত হবে ভাইফোঁটা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here