ফের একবার বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২৫ সালে লোকসভা নির্বাচনে জয় পেয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থমন্ত্রকের দায়িত্ব গিয়েছে সেই নির্মলা সীতারমনের কাছে। ফলে আগামী ১ ফেব্রুয়ারি টানা অষ্টম এবং দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এবারের বাজেট কেমন হবে তা নিয়ে কম বেশি চিন্তায় রয়েছেন সকলেই। অর্থনীতিবিদরা মন্রে করছেন ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এবার মরিয়া থাকবেন নির্মলা সীতারমন। তার পাশাপাশি মধ্যবিত্তকে স্বস্তি দিতে আয়করে বড়সড় ছাড়ের ঘোষণাও করতে পারে কেন্দ্র। রিপোর্ট অনুসারে সরকার খরচ বৃদ্ধি এবং অর্থনীতি চাঙ্গা করতে আয়কর কমানোর কথা বিবেচনা করছে।

বর্তমানে, নতুন এবং পুরাতন উভয় কর ব্যবস্থাতেই, ১০-১৫ লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ে সর্বোচ্চ ৩০ শতাংশ কর দিতে হয়। এমন পরিস্থিতিতে, সরকার ১০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত করার কথা বিবেচনা করতে পারে। এদিকে গত দুই-তিনটি বাজেটে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। ২০২৫ সালের বাজেটে কর স্ল্যাবের পরিবর্তনের ফলে মধ্যবিত্তরা বড় ধরনের স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদন অনুসারে, সরকার বর্তমানে দুটি প্রধান বিকল্প বিবেচনা করছে। প্রথমত, ১০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় সম্পূর্ণ করমুক্ত করা। দ্বিতীয়ত, ১৫ থেকে ২০ লক্ষ টাকা আয়ের উপর ২৫% এর নতুন কর স্ল্যাব চালু করা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টানা অষ্টম কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তিনিই দেশের প্রথম অর্থমন্ত্রী যিনি  টানা আটটি কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করতে চলেছেন। এর আগে মোরারজি দেশাইটানা ছয়টি বাজেট পেশ করেছিলেন।

বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি, ২০২৫ শনিবার সকাল ১১ টায়। সংসদ, দূরদর্শন এবং সংসদ টিভি চ্যানেলগুলিতে বাজেটের লাইভ সম্প্রচার দেখা যাবে। এছাড়া সরকারের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং এক্স হ্যান্ডেলের পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমেও সম্প্রচারিত হবে। এছাড়াও এই লাইভ স্ট্রিমিং সংসদ টিভি এবং দূরদর্শনের ইউটিউব প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here