আস্বাভাবিক মৃত্যু হলে মৃতদেহের ময়নাতদন্ত করে পুলিশ।  ময়নাতদন্তের রিপোর্ট থেকেই স্পষ্ট হয়, কী ভাবে মৃত্যু হয়েছে, কখন হয়েছের মতো নানা ধরনের প্রশ্ন। সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতা পুলিশের পক্ষ থেকে সেটি পোস্ট করা হয়। ময়না তদন্তের রিপোর্ট কীভাবে পাওয়া যায়, কী প্রক্রিয়ায় পাওয়া যায় সেই সবকিছু বর্ণিত হয়েছে তাতে। আরজি কর-কাণ্ডে তরুণী চিকিৎসকের মৃতদেহের ময়না তদন্ত নিয়ে যখন উত্তাল বাংলা, তখন কলকাতা পুলিশের আচমকা করা এই পোস্ট নিয়ে উঠছে নানাবিধ প্রশ্ন।

ঘটনাচক্রে, মঙ্গলবার কলকাতা হাই কোর্টও আরজি কর মামলার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। তার পরই বুধবার দেখা গেল রাজ্য পুলিশ ভিডিয়োবার্তা দিয়ে ময়নাতদন্তের রিপোর্ট দ্রুত হাতে পাওয়ার বিষয়টি স্পষ্ট করল। শুধু আরজি করের ঘটনা নয়, অতীতেও অনেক ঘটনায় ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে। রিপোর্ট হাতে পাওয়া নিয়ে সংশয় দেখা গিয়েছে।

পরিবারের লোকেদের কাছে স্পষ্ট ধারণা থাকে না, তাঁরা কোথা থেকে রিপোর্ট সংগ্রহ করবেন। ময়নাতদন্তের রিপোর্ট পেতে হাসপাতালে দৌড়তে হবে না কি থানায়, তা বুঝতে পারেন না অনেকেই। সেই ধোঁয়াশা কাটাতেই ভিডিওবার্তা দিল পশ্চিমবঙ্গ পুলিশ। সমাজমাধ্যমে একটি এক মিনিট ৫১ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিওর মধ্যেই রয়েছে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়া নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর।

ভিডিওই হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠীকে বলতে গিয়ে বলেছেন, “অনলাইনে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার সুবিধা এখনও চালু হয়নি। খুব শীঘ্রই এই প্রক্রিয়া অনলাইন ব্যবস্থায় মিলবে। তবে যত দিন না সেই ব্যবস্থা চালু হচ্ছে, তত দিন থানা থেকেই মিলবে ময়নাতদন্তের রিপোর্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here