
রটন্তী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। রটন্তী অমাবস্যা তিথির একদিন আগে মাঘ মাসের চতুর্দশী তিথিতে হয় রটন্তী কালীপুজো। এবছর এই বিশেষ কালী পুজোটি অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি।
এবার চতুর্দশী তিথি শুরু হচ্ছে ২৭ তারিখ সন্ধ্যা ৭টা থেকে। ২৮ তারিখ ৭ টা ৩১ মিনিটে চতুর্দশী ছেড়ে অমাবস্যা লাগবে। যাঁরা পুজো দিতে চান তাঁরা এই সময়ের মধ্যে পুজো দিতে পারেন।
মনে করা হয়, রটন্তী কালীপুজো করলে দাম্পত্য সমস্যার সমাধান হয়ে যায়। দক্ষিণেশ্বরে এই শুভ তিথিতে বিশেষভাবে পূজিতা হন মা ভবতারিণী।
দক্ষিণেশ্বরে বিশেষ ভাবে রটন্তী কালীপুজোর প্রচলন করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বলেছিলেন, এমনই এক চতুর্দশীর ভোরে তিনি একবার দক্ষিণেশ্বরের গঙ্গায় দেখেছিলেন, স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন। তারপর থেকেই দক্ষিণেশ্বরে রটন্তী কালীপুজো শুরু করেন তিনি।
প্রতিবারের মতো এবারও মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে রীতি মেনে রটন্তী কালীপুজো হবে দক্ষিণেশ্বর মন্দিরে। রটন্তী কালীপুজোয় তারাপীঠে তারা মা-কে সন্ধ্যারতির পর রটন্তী কালী রূপে সাজানো হয়।