বিগত ৯ই অক্টোবর ২০২৪ তারিখে প্রয়াত হয়েছেন মহানুভব শিল্পপতি রতন টাটা। যাওয়ার আগেও নিজের মানবিকবোধ আর মহত্বের প্রমাণ রেখে গিয়েছেন তিনি। সম্প্রতি রতন টাটার উইল প্রকাশ্যে এসেছে। কী লেখা রয়েছে তাতে-

প্রাণাধিক প্রিয় ছিল তাঁর পোষ্য টিটো। তাই তাঁর অবর্তমানে যাতে টিটোর যত্নের কোনো ত্রুটি না হয় সেটার নিশ্চিত করেছেন তিনি। এর আগেও একটি কুকুর ছিল রতন টাটার, তাকেও টিটো নামেই ডাকতেন। পরবর্তীকালে সে মারা যাওয়ায় ৫ বছর আগে টিটোকে দত্তক নেন তিনি। তাই টিটোর ‘সীমাহীন’ যত্নের জন্য উইলে রয়েছে বিশেষ ব্যবস্থা।

রতন টাটার প্রায় ১০০০০ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন।  বেশিভাগ সম্পত্তিই তাঁর ফাউন্ডেশন থেকে শুরু করে ভাই জিমি টাটা, দুই সৎ বোন শিরিন ও ডায়না থেকেই শুরু করে বাড়ির কর্মচারী ও আরও কিছুজনকে দিয়ে গিয়েছেন। এছাড়াও রতন টাটার আলীবাগে বিচের ধারে একটি ২০০০ স্কোয়ারফুটের বাংলো, মুম্বাইয়ের জুহু তারা রোডে একটি দোতলা বাড়ি, কোলাবায় হালেকাই বাড়ি, প্রায় ৩৫০ কোটি টাকারও বেশি ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে টাটা সন্স কোম্পানির ০.৮৩% শেয়ার ছিল। যার সবটাই উইল অনুযায়ী স্থানান্তর করা হবে। বাড়ি ছাড়াও প্রায় ৩০টি বিলাসবহুল গাড়ির কালেকশন ছিল রতন টাটার।

প্রিয় পোষ্য টিটোর দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে বাবুর্চি রাজন শ-কে। যিনি বিগত ৩০ বছর ধরে রতন টাটার সাথে থাকছিলেন। এছাড়াও তাঁর বাটলার সুব্বাইয়ার নামও রয়েছে উইলে। এছাড়া রতন টাটার সাথে এক মাঝবয়সী সহকারীকে বেশিরভাগ সময় দেখা যেত সেই শান্তনু নাইডুর নামেও অনেক কিছুই রেখে গেছেন। শান্তনুর সংস্থা গুডফেলোতে তাঁর নিজের পার্টনারশিপ যেমন ছেড়ে দিয়েছেন। তেমনি বিদেশে পড়াশোনার জন্য নেওয়া এডুকেশন লোনও মিটিয়ে দিয়েছেন।

রতন টাটার শেয়ার রতন টাটা এনডাউনমেন্ট ফাউন্ডেশন এ স্থানান্তর করে দেওয়া হবে। শুধুমাত্র টাটা সন্স নয়, টাটা মোটোর্স থেকে শুরু করে টাটা গ্রূপ অফ কোম্পানির সমস্ত শেয়ারই RTEF এ স্থানান্তর করে দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here