আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবং টালা থাকার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ৯০ দিন পরেও সিবিআই চার্জশিট দিতে না পারায় শুক্রবার জামিন পান দু’জনে।

চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সিবিআই সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য প্রমাণ এখনও জোগাড় করে ওঠা হয়নি। সেই কারণে সিসিটিভি ফুটেজের ওপর তারা জোর দিচ্ছিলেন।

কিছুদিন আগেই কেন্দ্রীয় এজেন্সির কৌঁসুলি আদালতে জানান, তাঁদের কাছে একটি ৯০০ ঘণ্টার ফুটেজ রয়েছে। সেটিকে তাঁরা ‘ফ্রেম বাই ফ্রেম’ দেখছে। এর জন্য পর্যাপ্ত সময় দরকার। যেহেতু এই সিসিটিভি ফুটেজ দেখতে অনেকটা সময় যাচ্ছে, সেই কারণে এখনও তাঁরা চার্জশিট দিতে পারছে না বলে জানিয়েছিল সিবিআই।

এদিকে গ্রেফতারির ৯০ দিনের মধ্যে সন্দীপ-অভিজিতের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিতে না পারায় তাঁদের জামিন দিয়ে দেয় শিয়ালদহ আদালত। এই খবর প্রকাশ্যে আসার পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আরজি করের নির্যাতিতার মা বলেন, ‘আমি এই ঘটনায় খুবই হতাশ। আমাদের কাছে বলার মতো কোনও কথা নেই। ৯০ দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে না পারার জন্য তাঁদের জামিন হয়ে গেল! আর কী বলার আছে!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here