আরজি কর কাণ্ডে উত্তাল দেশ। তরুণী চিকিৎসকে নৃশংস হত্যার শাস্তির দাবিতে সরব হয়েছে সর্বস্তরের মানুষ। প্রতিদিন পথে নেমে দিন রাতের দখল নিচ্ছেন জনগণ। পুলিশ কমিশনার বিনিত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজারের সামনে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এর মধ্যেই বিধানসভায় পেশ হল ধর্ষণ-বিরোধী বিল। বিলে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, তাতে সমর্থন জানাল বিজেপি।
মঙ্গলবার সকালে বিল পেশ হওয়ার পর থেকেই শুরু হয় চর্চা। বিজেপির পক্ষে এদিন বক্তব্য পেশ করছেন শিখা চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিখা ও অগ্নিমিত্রা- দুই বিধায়কই জানিয়েছেন ধর্ষণ-বিরোধী এই বিলে সমর্থন জানানো হচ্ছে।
তবে রাজ্যের বিলে নতুন কী আছে, সেই প্রশ্নও তুলেছেন শুভেন্দু অধিকারী। বিরোধিতা না করলেও, শুভেন্দুর দাবি, ভারতীয় ন্যায় সংহিতায় সব আইন আছে, মৃত্যুদণ্ডের কথাও বলা হয়েছে। ধর্ষণের মামলায় আরও কঠোর শাস্তির উল্লেখ করে বিল পেশ করেছে রাজ্য। শুভেন্দু অধিকারী এদিন বলেন, “আমরা চাই এই বিল দ্রুত আইন হিসেবে কার্যকর করা হোক। সেই দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে।” জুনিয়র ডাক্তারদের দাবি মেনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল কেন সামনে আসছে না, সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তিনি বলেন, “পুলিশ সঙ্গে নিয়ে এসে পদত্যাগের ডিমান্ডটা অন্তত নিয়ে যান পুলিশ কমিশনার।”