প্রতি বছর ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়। আজ পুরুষ দিবসে জেনে নিন বিভিন্ন রাশির জাতকরা পুরুষ হিসেবে কে কেমন।
মেষ রাশি
মেষ রাশির পুরুষরা এনার্জিতে ভরপুর থাকেন সব সময়। যে কোনও কাজের প্রতি এঁদের উৎসাহ থাকে। লক্ষ্যের প্রতি স্থিরদৃষ্টি থাকে মেষ রাশির পুরুষরা।
বৃষ রাশি
শান্তিতে জীবন কাটাতে চান বৃষ রাশির পুরুষরা। বেশি হই-হুল্লোড় এঁদের পছন্দ নয়। পার্টনারের সঙ্গে নিরিবিলি শান্তিতে এঁরা সারা জীবন থাকতে চান।
মিথুন রাশি
নিজের কাজ এক মনে করে যান মিথুন রাশির পুরুষরা। এঁরা সামাজিক মেলামেশায় দক্ষ, সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসেন।
কর্কট রাশি
অত্যন্ত আবেগপ্রবণ, দয়াবান ও যত্নশীল কর্কট রাশির পুরুষরা। এঁরা সংসারী মানুষ। এঁদের কাছে সব সময় পরিবারের গুরুত্ব সবার আগে।
সিংহ রাশি
দুর্দান্ত সাহসী হন সিংহ রাশির পুরুষরা। এঁদের আত্মবিশ্বাস ও এনার্জি সবার কাছে আকর্ষণীয় করে তোলে এদের। সবাইকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এঁদের।
কন্যা রাশি
কন্যা রাশির পুরুষরা ভদ্র, দয়ালু ও অমায়িক প্রকৃতির মানুষ। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন এঁরা। এঁদের উপর সব বিষয়ে ভরসা করা যায়।
তুলা রাশি
তুলা রাশির পুরুষদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয়। এঁদের ব্যবহার ও কথাবার্তা খুবই ভালো। শান্ত প্রকৃতির তুলার পুরুষরা সব সিদ্ধান্ত ভেবেচিন্তে নেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির পুরুষরা কিছুটা রহস্যময় প্রকৃতির। নিজেদের মনের কথা সহজে এঁরা অন্য কারোর কাছে প্রকাশ করেন না। এঁরা মানসিক ভাবে অত্যন্ত শক্তিশালী।
ধনু রাশি
ধনু রাশির পুরুষরা দারুণ অ্যাডভেঞ্চার প্রিয়। এঁরা বাঁধা-ধরা গণ্ডীর মধ্যে জীবন কাটাতে পারেন না। নানা জায়গা ঘুরে বেড়াতে এঁরা ভালোবাসেন।
মকর রাশি
সব কাজ গুছিয়ে করতে ভালোবাসেন মকর রাশির পুরুষরা। এঁরা নিজেদের শক্তি ও দুর্বলতা খুব ভালো করে জানেন। বিপদেও মাথা ঠান্ডা রাখেন মকর রাশির পুরুষরা।
কুম্ভ রাশি
অত্যন্ত উচ্চাকাঙ্খী হন কুম্ভ রাশির পুরুষরা। এঁরা স্বাধীন ও খোলা মনের মানুষ। পার্টনারের প্রতি এঁরা যত্নশীল। শারীরিক সৌন্দর্যের থেকে এঁদের বুদ্ধির ঝলক বেশি থাকে।
মীন রাশি
প্রেমিক হিসেবে দুর্দান্ত মীন রাশির পুরুষরা। সঙ্গীকে প্যাম্পার করতে ভালোবাসেন এঁরা। এঁরা কল্পনাপ্রবণ, সৃজনশীল ও রোম্যান্টিক। এঁরা অন্যের মন পড়তে পারেন।