কলকাতা সহ দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির দেখা নেই বললেই চলে। স্বাধীনতা দিবসেও সকাল থেকেই রোদের তেজ ছিল ভালই। কোথাও বৃষ্টির কোনও খবর পাওয়া যায়নি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ শুক্রবার এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে রাজ্যের কিছু জেলায়। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়া অন্যান্য জেলাতেও কমবে বৃষ্টি।এদিন শহর কলকাতার আকাশও মূলত মেঘলাই থাকবে। রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে।
বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি।