আজ ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। তবে সারাদিন কেমন থাকবে তা নিয়ে হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল শহরের তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির দেখা না মিললেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণের সমস্ত জেলাতেই। সেই তালিকায় রয়েছে, হুগলি, দুই ২৪ পরগণা, মেদিনীপুর ও কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এই জেলাগুলিতে একইসঙ্গে বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here