মঙ্গলবার সকাল থেকে কয়েকফোঁটা বৃষ্টির দেখা মিললেও সেইভাবে ভারী বৃষ্টির দেখা মেলেনি। তবে আজ বুধবার কেমন থাকবে আবহাওয়া সেই দিকেই তাকিয়ে রয়েছে আমজনতা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ সাধারণত মেঘলা থাকবে। মাঝারি বৃষ্টির হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকবে। যদিও মঙ্গলবার মহানগরের তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
তবে এই মুহূর্তে কলকাতার আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এই জেলাগুলিতে একইসঙ্গে বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে।