আজ রবিবার সকাল থেকেই আকাশের মুখ ছিল একেবারে ভার। কিন্তু বেলা গড়াতেই বাড়তে থাকে রোদের তেজ। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে সামান্য কম।

তবে হাওয়া অফিস জানিয়েছে, নয়া সপ্তাহ থেকেই দক্ষিণের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভবনা নেই বললেই চলে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সকাল ১০টা নাগাদ শহরে বৃষ্টির সম্ভাবনা মাত্র ১৯ শতাংশই ছিল। সোমবার ও মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দুই ২৪ পরগণার পাশাপাশি এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুরেও। দক্ষিণের মতো উত্তরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here