কয়েকদিন ধরেই আকাশ মেঘলা করে রয়েছে। সেই সঙ্গে মুষলধারে পড়ছে বৃষ্টির ফোঁটা।আজও এমনই বৃষ্টি পড়বে কলকাতা সহ দক্ষিণের সমস্ত জেলাতেই। সোমবার জন্মাষ্টমীতে সারাদিন ধরেই চলেছে বৃষ্টি। আবার সেই সঙ্গে সারারাতও মুষলধারে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার প্রভাবে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই কারণেই এমন বর্ষণ শুরু হয়ে গিয়েছে।
অন্যদিকে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখাটি চাইবাসা, দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে। যার জেরে আগামী সাতদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায়। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বুধের পর থেকেই কমবে বৃষ্টি দাবি হাওয়া অফিসের।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।