হাওয়া অফিসের খবর অনুযায়ী, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে। যার জেরেবিভিন্ন এলাকা রীতিমতো জল থইথই অবস্থা। আজ সোমবার সকাল থেকে আকাশের মুখ ভার। যদিও গতকাল সারারাত ধরেই বৃষ্টি হয়েছে। তবে সকলের মনে একটাই প্রশ্ন আজ জন্মাষ্টমী কেমন থাকবে সারাদিনের আবহাওয়া?

হাওয়া অফিস সূত্রে খবর, এখনই রেহাই মিলবে না বৃষ্টি থেকে। মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। তবে সোমবারের পর থেকে কমতে পারে বৃষ্টি। কিন্তু উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। ঝাড়খণ্ড থেকে সরে তা উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী ২৪ ঘণ্টায়। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।আজ রবিবার পশ্চিমবঙ্গ ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here