বুধবার সারাদিনই মেঘলা আকাশ ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। তবে সেই ভাবে কোনও বৃষ্টির দেখা মেলেনি। সঙ্গে অস্বস্তির আবহাওয়ার দেখা মিলেছে। হাওয়া অফিসের খবর অনুযায়ী, উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বাদ দিয়ে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশেরও পরে থাকা ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন দক্ষিণের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তরে আলিপুরদুয়ারে বৃষ্টি একটু বেশি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে।