ভোরে কুয়াশার চাদর, হাওয়ায় ঠান্ডা শিরশিরানি। আর বেলা বাড়লেই গরম। কবে পড়বে শীত, এই প্রশ্ন সবার মনে। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, বৃষ্টি আর নেই। বাংলার হাওয়া এখন শুষ্ক।

এমনিতেও উত্তর এবং উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে সেভাবে ঠান্ডা না-পড়লে বঙ্গে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম থাকে । হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার থেকে পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।

দিন তিনেক পর রাজ্যে পারদ নামবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচেও নামতে পারে । ফলে সপ্তাহান্তে ঠান্ডার আমেজ থাকবে । অর্থাৎ নভেম্বরের মাঝেই কমবে তাপমাত্রা ।

বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে ১৫ নভেম্বর থেকে উত্তরে হাওয়া বইতে শুরু করবে। মাসের শেষে নয়, নভেম্বরের মাঝামাঝিতেই শীতের আমেজ আসবে রাজ্যে। সাধারণত ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে শীত পড়ে বঙ্গে। বৃহস্পতিবার থেকে পারদ নামার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here