
বাক-এ অধিষ্ঠিতা যিনি তিনিই বাগদেবী। তিনি বিদ্যার দেবী। বিদ্যা দান করেন দেবী সরস্বতী। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আপনার কর্মজীবনে সাফল্য পেতে চান, তাহলে সরস্বতী মন্ত্র সঠিকভাবে জপ করতে হবে। তাহলে আসবে সাফল্য। পাশাপাশি পরীক্ষায় ভাল নম্বর পেতে এই মন্ত্রগুলি জপ করা অত্যন্ত ফলদায়ক বলে বিবেচিত হয়েছে।
১. সারদায়ে নমস্তেভ্যাম মম হৃদয়ে প্রবেশিনী, পরীক্ষায়া উত্তীর্ণ, সর্ব বিষয় নাম যথা।
২. ওম হয়িং এং দেবীং সরস্বত্যয় নমঃ।
৩.নমস্তে শরদে দেবী, কাশ্মীরিপুর বাসিনীং, ত্বামহম প্রার্থয়ে নিত্যম, বিদ্যা দানম চ দেহি মে।
কম্বুকান্তি সুতাম্রোষ্ঠী সর্বভরণং ভূষিতং মহাসরস্বতী দেবী, জিহ্বাগ্রে সন্নিবিষ্যতাম।
৪. সরস্বত্যৈ নমো নিত্যম ভদ্রকাল্যৈ নমো নমঃ।
বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ।
সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে, বিদ্যারূপে বিশালাক্ষী
বিদ্যাং দেহি নমোস্তুতে।
৫. ওম ভগদৈব্যৈ চ বিদ্যমহে কামরাজ্যায় ধীমহি, তন্নো দেবী প্রচোদয়াৎ।
৬.ঐয়িং হিং শ্রী বাগবাদিনী সরস্বতী দেবী মম জীহ্বায়া।
সর্ব বিদ্যা দেহি দাপয় দাপয় স্বাহা।