বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একের পর এক নাটক ইতিমধ্যেই সামনে এসেছে। এই পরিস্থিতিতে পাক ক্রিকেট বোর্ড কিছুটা সুর নরম করলেও শোয়েবের মন্তব্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হতে পারে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার কথা পাকিস্তানের। কিন্তু ওয়াঘা বর্ডারের ওপারে খেলতে যেতে চায় না ভারতীয় দল। তাই আইসিসি টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজন করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান’কে। বিভিন্ন রকম টানাপোড়েনের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেকটাই নিজেদের সুর নরম করে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার কথা ভাবছে। অর্থাৎ টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দেশগুলি পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেললেও ভারত তাদের ম্যাচগুলি খেলবে নিরপেক্ষ ভেন্যু’তে। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ ভারত’কে জানানো হয়, পাকিস্তানের মাটিতে যদি ভারতীয় দল খেলতে না যায় সে ক্ষেত্রে ২০৩১ সাল পর্যন্ত ভারতে আয়োজিত টুর্নামেন্টও এখানে খেলতে আসবে না পাক ব্রিগেড। আইসিসি’র এই শর্তে রাজি বিসিসিআই(BCCI) যদিও এই বিষয়টি মানতে নারাজ শোয়েব। একটি সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন, “ভবিষ্যতে আমাদের ভারতে গিয়ে খেলা উচিৎ। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। আমার মতে ভারতের মাটিতে গিয়ে খেলো এবং ওদের সেখানেই মেরে এসো।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here