
মহাকুম্ভে আইআইটি বাবার মতোই ভাইরাল হয়েছেন আর এক সাধু। তিনি তাঁর রূপ দিয়ে সকলের মন কেড়েছেন।
জানা গিয়েছে, তাঁর নাম আত্মাপ্রেম গিরি। উচ্চতা ৭ ফুট। চেহারাটা অবিকল পরশুরামের মতো। তাঁর অনন্য চেহারা এবং দীপ্তি অসংখ্য ভক্ত ও দর্শনার্থীদের আকর্ষণ করেছে এবং তাঁকে মাত্র কয়েক মুহূর্তেই এই মহাকুম্ভের কেন্দ্রীয় চরিত্রে পরিণত করেছে। এমনকি ইতোমধ্যেই সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা লক্ষাধিক।
আত্মাপ্রেম গিরি আসলে রাশিয়ার নাগরিক। যাঁর আসল নাম অ্যালেক্সি গার্শিন। এই শিবভক্ত রাশিয়ান সাধু নেপালের বিভিন্ন গুহায় দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে তপস্যা করেছিলেন বলে তথ্য সামনে এসেছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, তিনি মহাকুম্ভে যোগ দিয়ে তার শিষ্যদের তিলক পরাচ্ছেন। আরেকটি ভিডিওতে আত্মাপ্রেম গিরিকে দেখা গেছে মহাকুম্ভ নিয়ে ব্যাখ্যা করতে। তাঁর এক ভিডিও বার্তাতেই জানা গেছে তিনি মহাকুম্ভে যোগ দিতে শুধু একা আসেননি, সাথে নিয়ে এসেছেন তাঁর এক ডজন রাশিয়ান ভক্তদের।
তাঁর সম্পর্কে প্রাপ্ত বিভিন্ন তথ্য থেকে জানা যায়, তাঁর আধ্যাত্মিক জীবনের শুরু হয়েছিল জুনা আখড়ায়, যা ভারতের অন্যতম প্রাচীন ও বৃহৎ আখড়া। তিনি ছিলেন মহান গুরু মহামন্ডলেশ্বর পাইলট বাবার শিষ্য। তাঁরই নির্দেশনায় আত্মাপ্রেম গিরি নেপাল অন্তর্বতী হিমালয়ের এক গুহায় সাধনা করেছিলেন। তিনি ভগবান শিবের জন্য নিবেদিত প্রাণ। বর্তমানে তাঁর প্রিয় তপস্যা স্থল নেপালের সুপ্রাচীন পশুপতিনাথ মন্দির।