মহাকুম্ভে হাইচই ফেলে দিয়েছিলেন আইআইটি বাবা অভয় সিং। বম্বে আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পাস করে বেরিয়ে পড়েছেন সত্যের খোঁজে। আইআইটি বাবাকে বহিষ্কার করল জুনা আখাড়া। এমনতাও জানা যাচ্ছে যে জুনা আখাড়ায় ঢোকা নিষিদ্ধ করা হয়েছে অভয় সিংয়ের।

জুনা আখড়া সূত্রে খবর, আইআইটি বাবা  অর্থাৎ অভয় সিং তাঁর গুরু মহন্ত সোমেশ্বর পুরীর বিরুদ্ধে কুকথা বলেছিলেন। তাই তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

জুনা আখাড়ার এক সন্ন্যাসী সংবাদমাধ্যমে বলেন, ওঁর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। উনি আমাদের বদনাম করছিলেন। সাধু নন, উনি একজন ভবঘুরে। উনি টিভিতে যা খুশি বলছিলেন। তাই ওঁকে বের করে দেওয়া হয়েছে।

যদিও বহিষ্কারের কথা মানতে রাজি নন আইআইটি বাবা। তাঁর দাবি, আখাড়ার সাধুরা তাঁর সম্পর্কে গুজব ছড়াচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here