শুক্রকে প্রেম, রোমেন্স, দাম্পত্য জীবনের কারক বলেই মনে করা হয়। নভেম্বর মাসের ৭ তারিখ শুক্র বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে গমন করবে।
এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। নতুন সম্পত্তির মালিক হবেন তারা। শুক্র গ্রহের কৃপায় কাদেরই বা ভাগ্যের দ্বারা খুলবে, কারাই বা বিবাহিত জীবনে খুব সুখী হবেন, জেনে নিন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময় মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে, আর্থিক দিকে লাভ হবে। কর্মজীবনে অনেক উন্নতি করতে পারবেন। চাকরি থেকে ব্যবসায়ে এগিয়ে যাবেন। শরীর আপনার ভালোই থাকবে। বড় কাজে সফলতা অর্জন করতে পারবেন। এসময়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন। সেখানেও সফলতা আসবে আপনার। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় ক্রমশ বাড়তে থাকবে আপনার। কোনও কাজে এই সময় আপনি একদমই পিছিয়ে যাবেন না।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের উপর শুক্র গ্রহের বিশেষ কৃপা থাকায় তাঁরা প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। সোনা ব্যবসায়ে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। নতুন কাজের সুযোগ পাবেন আপনি। তাছাড়া দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে হবে আপনাকে। আপনার দেওয়া পরামর্শ পরিবারের সদস্যদের জন্য খুব কাজে লাগবে। কোনও কাজ অন্য কারও ওপর ছেড়ে দেবেন না। ভাগ্যের দ্বার খোলা থাকবে, অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখানেও লাভ পাবেন। এই সময় কোনও কাজে পিছিয়ে যাবেন না। আপনি মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার।
ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের উপর শুক্র গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় চাকরি থেকে ব্যবসায়ে নতুন সুযোগ পাবেন। পরিবারের সকলের কাছ থেকে বিশেষ সমর্থন পাবেন আপনি। তাছাড়া এসময় থেকে আপনি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। কোনও ব্যবসার বিনিয়োগ করলে সেখান থেকে অর্থ লাভ হবে। তাছাড়া আপনি নতুন চাকরির সুযোগ পাবেন। আপনার বেতন বাড়বে আপনার। পরিবারে নতুন অতিথির আগমনের কারণে পরিবেশ মনোরম থাকবে। আপনি আপনার বাবার সঙ্গে একটি নতুন বাড়ি কেনার বিষয়ে কথা বলতে পারেন। নতুন কোনো কাজের প্রতি আপনার আগ্রহ তৈরি হতে পারে।