ঘরের ভিতর ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে লক্ষ্মীর আগমন নাকি দ্রুত ঘটে। সকাল-বিকেল ঘর পরিষ্কার করার জন্য সকলের বাড়িতেই ঝাঁটা বা ঝাঁড়ুর ব্যবহার সবচেয়ে বেশি হয়। এছাড়া কথিত আছে, ঝাড়ু হল দেবী লক্ষ্মীর প্রতীক। বাস্তুমতে কোন কোন জিনিসগুলি কোথায় কোথায় রাখা উচিত?  কোথায় রাখলে কী কী ক্ষতি হতে পারে, তা অনেকেই জানেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির কোন জায়গায় বা ঝাড়ু বা ঝাঁটা রাখার সঠিক জায়গা কোনটি, তা অনেকেই জানেন না। অনেকেই এই নিয়ম মানেন না, এড়িয়ে যান। ঝাড়ু রাখার বাস্তু নিয়মগুলি কী কী, তা জেনে নিন এখানে..

 

ঝাড়ু সংক্রান্ত বাস্তু নিয়ম

১। বাস্তুশাস্ত্রে উত্তর-পূর্ব কোণকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাড়ির উত্তর ও পূর্ব দিকের কোণটিকে ঈশান কোণও বলে। দেব-দেবীরা এই কোণেই বাস করেন বলে মনে করা হয়। এই বিশেষ কোণকে ইতিবাচক শক্তির কেন্দ্রও বলা হয়। তাই উত্তর-পূর্ব কোণে ঝাড়ু রাখবেন না ভুলেও। বাড়িতে বাস্তুদোষ দেখা হতে পারে। অর্থের আগমনেও বাধা পড়তে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে।

২। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে ঝাড়ু রাখা যেতে পারে। এদিকে ঘর মোছার সরঞ্জামও রাখতে পারেন। এসব স্থানে ঝাড়ু রাখলে সুখ-সমৃদ্ধি বাড়তে পারে। ঝাড়ু সবসময় শুয়ে লুকিয়ে রাখুন।

৩। পুজোর ঘরে বা রান্নাঘরে ঝাড়ু রাখলে দ্রুত এই অভ্যাস বদলানো দরকার। এই দুই জায়গায় ঝাড়ু একেবারেই রাখবেন না। তাতে বাস্তুদোষও তৈরি হয়।

কোন দিনে নতুন ঝাড়ু ব্যবহার করবেন?

শনিবার নতুন ঝাড়ু ব্যবহার করলে তা খুব ভালও। এটি শুভ দিন বলেও গণ্য করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here