
হাওড়ার পর শিয়ালদহ থেকেও ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। কয়েকমাসের মধ্যেই নতুন রেক পেতে পারে পূর্ব রেলের এই ডিভিশন। তার আগে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় পরিকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে। তৈরি হচ্ছে বিশেষ ডিপো। আর এই সমস্ত কাজ মিটলেই শিয়ালদহ স্টেশন থেকেও দেশের প্রথম ‘সেমি বুলেট’ ট্রেন ছাড়তে পারে। তবে কোন রুটে এই ট্রেন ছাড়বে তা এখনও স্পষ্ট নয়।
শোনা যাচ্ছে, শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলতে পারে নতুন একটি বন্দে ভারত। সারা বছরই উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার একটা হিড়িক মানুষের থাকে। তাই এবার শিয়ালদহ থেকেও এনজেপি পর্যন্ত বন্দে ভারত চালানোর ভাবনাচিন্তা করা হয়েছে বলে প্রকাশিত ET-Now News –এ।
ET-Now News -এর প্রকাশিত খবর অনুযায়ী, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস মাত্র ৮ ঘণ্টার কম সময়ে ৫৬৭ কিমি পথ অতিক্রম করবে। এই রুটে এটাই হবে দ্রুতগতির ট্রেন। যদিও এই বিষয়ে রেলের তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন চালানো হবে। বর্ধমান, বোলপুর শ্রীনিকেতন, মালদহ টাউন এভং বারসোই জংশন সহ প্রধান স্টেশনগুলিতে এই ট্রেন থামবে বলে সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে।
খবর অনুজায়ী, এই ট্রেনও শিয়ালদহ থেকে সম্ভবত সকাল ৬ টায় ছাড়তে পারে। এরপর সেটি দুপুর দেড়টা নাগাদ নিউ জলপাইগুড়ি পৌঁছতে পারে। একই ভাবে এনজেপি থেকে দুপুর সাড়ে তিনটে নাগাদ ছাড়বে আর রাত ১১ টা নাগাদ পৌঁছবে শিয়ালদহ’তে। আবার এও শোনা যাচ্ছে সম্ভবত রাতে শিয়ালদহ থেকে ছাড়তে পারে নয়া এই বন্দে ভারত। টিকিটের দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই থাকবে বলে খবর। এসি চেয়ারকারের ভাড়া ১৬০০ টাকার মধ্যে আর এক্সিকিউটিভ চেয়ারকারের ভাড়া ২৮০০ থেকে ২৯০০ টাকার কাছাকাছি থাকবে বলে দাবি ওই সংবাদমাধ্যমের।