০৮৮৮৮৮৮৮৮৮ ভুল করে ফোন কছেন না তো? জানেন না বুঝি, এটা আসে ভুতুর নম্বর। এই নম্বর যিনি ব্যবহার কবেন কাল নেমে আস তার জীবনে।
নম্বরটির উৎস বুলগেরিয়া। আর প্রথম এই অদ্ভুত নম্বরটি ব্যবহার করেছিলেন মোবিটেল কোম্পানির সিইও.ভ্লাদিমির গেসনভ। তারপর থেকেই সমস্যা শুরু হয় তাঁর জীবনে।
২০০০ সালে নম্বরটি নেন তিনি। পরের বছর মৃত্যু হয় ভ্লাদিমিরের। যদিও মৃত্যুর কারণ ছিল ক্যান্সার। গেসনভের মৃত্যু ডেকে এনেছিল ফোন নম্বরটি।
এখানে শেষ হলে তবু একরকম হত। এরপর একই নম্বর ব্যবহার করেন এক মাদক ব্যবসায়ী। ডিমেট্রোভ নামের ওই ব্যবসদায়ী নম্বর ব্যবহারের কিছুদিনের মধ্যেই খুন হন। শোনা যায় এক রুশ মাফিয়ার হাতে খুন হয়েছিল সে।
নম্বরটি অভিশাপ বয়ে নিয়ে চলেছিল তারপরেও। বুলগেরিয়ার এক ব্যবসায়ী ০৮৮৮৮৮৮৮৮৮ নম্বরটি ব্যবহার করেছিলেন কিছুদিনের জন্য। অভিশপ্ত সেই নম্বরটি এরপরে চলে যায় বুলগেরিয়ার এক ব্যবসায়ীর কাছে। কোকেন পাচারের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য জারি হয় তাঁর মৃত্যু পরোয়ানা। ২০০৫ সালে তাঁকেও খুন করা হয়।
এরপর আর ঝুঁ%কি নেয়নি কর্তৃ পক্ষ। ৫ বছরের মধ্যে তিনটি মৃত্যু ভাবিয়ে তুলেছিল তাদেরও। তাই ২০০৫ থেকে ০৮৮৮৮৮৮৮৮৮ নম্বরটি চিরাকলাএর জন্য বন্ধ করে দেওয়া হয়।