ডোনাল্ড ট্রাম্প আবারও আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হয়েছেন। এরপর থেকেই তার পরিবার নিয়ে গুগলে নানা ধরনের প্রশ্ন সার্চ করা হচ্ছে। ট্রাম্পের রাজনৈতিক রেকর্ড নিয়ে সর্বত্র আলোচনা রয়েছে, তবে আজ আমরা তাঁর এবং তাঁর পরিবারের স্বাস্থ্য নিয়ে বিস্তারিত জানব।
স্বাস্থ্য বিশেষজ্ঞ জেফরি কুহলম্যান, যিনি আগে হোয়াইট হাউজে কর্মরত ছিলেন। তিনি একটি সাক্ষাত্কারে বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ধূমপান করেন না তবুও তার ওজন বেশি। যদিও বয়স অনুযায়ী তার স্বাস্থ্য ভাল আছে। তবে তার স্মৃতিশক্তির কিছু সমস্যা রয়েছে।
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ডোনাল্ড ট্রাম্পের ওজন ১১০ কেজি। একটা সময় ছিল যখন তিনি হাই কোলেস্টেরলের সমস্যায় ভুগছিলেন। বর্তমানে এ সংক্রান্ত কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। কোলেস্টেরল বৃদ্ধির কারণে হৃদরোগের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তাই কোলেস্টেরল স্বাভাবিক রাখা খুবই জরুরি।
গত নভেম্বরে অবশ্য ট্রাম্পের পারিবারিক চিকিৎসক ডাঃ ব্রুস আর্নওয়াল্ড এক চিঠিতে বলেছিলেন যে ট্রাম্পের স্বাস্থ্য খুবই ভাল এবং তার সব পরীক্ষার রিপোর্টও স্বাভাবিক হয়েছে।
ট্রাম্পের বাবা-মায়ের ডিমেনশিয়া ছিল। ট্রাম্পের বাবা ১৯৯১ সালে ৮৬ বছর বয়সে ডিমেনশিয়া রোগে আক্রান্ত হন। এর পর তিনি অ্যালঝেইমার রোগে আক্রান্ত হন।