
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১০ সেপ্টেম্বর: জে সি মুখার্জি ট্রফি দিয়ে শুরু হবে আসন্ন ঘরোয়া ক্রিকেট মরসুম। তার আগে সিএবি’তে এসে সই পর্ব পারল ইউনাইটেড ক্লাব।
এক ঝাঁক তরুণ প্রতি বানিয়ে এবার দল তৈরি করেছে ইউনাইটেড। দলে রয়েছেন আমন প্রসাদ, সৌরভ কুমার প্রসাদ, মিতান্স মিশ্র’র মতো ক্রিকেটাররা। বড় নামের মধ্যে রয়েছেন দিভেশ সিং, অনিকেত সিং। গত মরসুমে ৩৫ পয়েন্ট অর্জন করেও প্রথম ডিভিশনের এ গ্রুপ থেকে বি গ্রুপে নেমে যায় ইউনাইটেড।
এ দিন দলের সঙ্গে কোচ সৌতম মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সচিব, কোষাধ্যক্ষ এবং সহ-সভাপতি। ময়দানের দাপুটে প্রশিক্ষক তথা ইউনাইটেডের কোচ সৌতম মিত্র বলেন, “শুধু বলে চ্যাম্পিয়ন হওয়া যায় না তার জন্য খেলতে হয়। গত বারও আমাদের দল ভাল ছিল, এ বারও জুনিয়র-সিনিয়রদের মিশ্রণে দল ভাল হয়েছে। আশা করব ভাল রেজাল্ট হবে। প্রতি মানুষেরই ইচ্ছে থাকে চ্যাম্পিয়ন হওয়ার, আমরাও সেই প্রতিশ্রুতি নিয়েই এগবো।”
তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে সাধারণত কাজ করেন সৌতম মিত্র। এবার ইউনাইটেড দলে একাধিক তরুণ প্লেয়ার রয়েছে, এই বিষয় কতটা আশাবাদী? জবাবে তিনি বলেন, “তরুণদের নিয়ে কাজ করতে আমার ভাল লাগে। বেশ কয়েকজনকে পেয়েছি। ওরা পরিশ্রমি। আশা করি ভাল খেলা হবে।”