অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাওয়া দাওয়াই আজ মানুষের রোগ ব্যাধির কারণ। বহুজনই তো উচ্চ কোলেস্টেরলের শিকার। অল্প বয়স থেকে শুরু করে বেশি বয়স পর্যন্ত, সকলেই কম বেশি এই সমস্যায় ভুগছেন। এর ফলে হতে পারে হার্ট অ্যাটাকও।

কোলেস্টেরল বাড়লে কিছু উপসর্গ দেখা যায়। যেমন ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখেন পায়ের পাতা অস্বাভাবিক রকমের ফোলা, তাহলে বুঝবেন সাবধান হওয়ার সময় এসেছে। ইউরিক অ্যাসিড বাড়ার ফলে পা ফোলে। তবে পায়ের পাতা ফুলে যাওয়ার কারণ কিন্তু হতে পারে শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়া।

মাঝে মাঝেই কি পায়ে চিনচিনে ব্যথা শুরু হয়? পা-পায়ের পাতা অবশ হয়ে যায়? হতে পারে পায়ের রক্তনালিতে জমা হচ্ছে কোলেস্টেরল। ফলে পায়ে ঠিক মতো রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। সেই কারণে চিনচিনে ব্যথা হতে শুরু হয়। রাতে ঘুমোনোর সময় এমনটা হতে পারে।

পায়ের পেশিতে টান ধরতে পারে যখন তখন। পায়ের পাতার নীচে জ্বালা ভাব হতে পারে। রক্তে কোলেস্টেরল বাড়লে পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, তখন পায়ে টান ধরা, পায়ের আঙুল ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে থাকে।

রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে রাতের দিকে পা ক্রমাগত ঠান্ডা হতে থাকে। শীত হোক বা গরম বা বর্ষা  সব ঋতুতেই রাতের দিকে পা ঠান্ডা হয়ে যায়।

একটু হাঁটাচলা বা অল্প কাজ করলে অনেকেই হাঁফিয়ে যান। এর নেপথ্যে বহু কারণ থাকতে পারে। কিন্তু কোলেস্টেরেল বেড়ে গেলেও কিন্তু অল্পেতে ক্লান্ত লাগতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here